কাউনিয়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ চলে গেলেন না ফেরার দেশে
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চান্দঘাট গ্রামের মৃত আলহাজ্ব আলিম উদ্দিন মাষ্টারের ছেলে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…… রাজেউন)।
তিনি গত(২৪ অক্টোবর)বৃহস্পতিবার দুপুরে অসুস্থ অবস্থায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তিনি ২ স্ত্রী, ১ কন্যা ১ পুত্র, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
তার নামাজে জানাজা ২৫ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় কাউনিয়া মহিলা কলেজ মাঠে প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা সকাল ১০ টায় বড়ুয়াহাট মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ছেলে তিনি আগত জনতার প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আমার পিতার জীবদ্দশায় যদি কোন ভুল করে থাকেন অথবা কারো মনে কোন কষ্ট দিয়ে থাকেন তার জন্য পিতার পক্ষ থেকে ক্ষমা চান এবং সবাইকে ক্ষমা করে দেওয়ার আহবান জানান।
জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজায় শরিক হন মরহুমের আত্মীয়-স্বজন, সাংবাদিকসহ এলাকার সকল স্বরের মানুষ অংশ গ্রহন করে।
তিনি দীর্ঘদিন ধরে দৈনিক খোলা কাগজ, দৈনিক করতোয়া ও দৈনিক প্রথম খবর পত্রিকায় সাংবাদিকতা করছেন। ২০১০ সাল থেকে মোস্তাক আহমেদ প্রেসক্লাব কাউনিয়ার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।