মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়া সদরে আরসিসি ড্রেন নির্মানের উদ্ধোধন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল)মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৪লাখ ৯১ হাজার ৭শত ৮৩ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ করণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ (২৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের কাউনিয়া বাসস্টান্ড হতে বালাপাড়া ইউনিয়ন পরিষদ অফিস রেল লাইন পর্যন্ত ৭৩৬ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সদর বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ(ওসি)মোন্তাছের বিল্লাহ, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম (মুকুল), উপ-সহকারী প্রকৌশলী বেলাল হোসেন, ঠিকাদার প্রতিনিধি ফারহাদুল ইসলাম (জয়)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা গেছে , উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল)মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৪লাখ ৯১ হাজার ৭শত ৮৩ টাকা ব্যয়ে কাউনিয়া বাসস্টান্ড হতে বালাপাড়া ইউনিয়ন পরিষদ অফিস রেল লাইন পর্যন্ত ৭৩৬ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এ আরসিসি ড্রেন নির্মাণ করণের কাজ শীঘ্রই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।