কাউনিয়া সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
কাউনিয়া প্রতিনিধি:
রপুরের কাউনিয়া উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গত(২২মে)সোমবার সকালে বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী’র সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন ৭ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ২ শত ৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মো ঃ আকরাম হোসেন।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোহর আলী, বাদল চন্দ্র বর্মন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মো. আফজাল হোসেন, মো. শাহ আলম, মো. মহির উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বাজেটে রাজস্ব ও উন্নয়নসহ সম্ভব্য আয় ধরা হয়েছে৭ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ২ শত ৮০ টাকার, রাজস্ব ও উন্নয়নসহ সম্ভব্য ব্যয় ৭কোটি ১৮লাখ ৩২হাজার ৯শত টাকা, উদ্বৃত্ত্ব ৫ লাখ ৩৫হাজার ২শত ৮৫ টাকা। এলাকাবাসী বাজেট কে স্বাগত জানিয়েছে।