রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ার শহীদবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১জনের মৃত্যু

কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার ৪জানুয়ারী অনুমান ১১.৩০মিনিটের সময় উপজেলার শহীদবাগ ইউনিয়নের শহীদবাগহাট রেলগেট সংলগ্ন এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্ব্বতীপুর গামী ট্রেনে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাউনিয়া জংশন ও রংপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত ব্যক্তি হিন্দু ধর্মালম্বী পুরুষ বলে জানা যায় তবে তার পরিচয় পাওয়া যায়নি। এসব নিশ্চিত করে কাউনিয়া জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের এরিয়ায় হলেও বিষয়টি সার্বিক ব্যবস্থা ও তদন্তের দায়িত্বে আছেন রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আইয়ুব আলী। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যপারে তদন্তকারী কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাত হিসাবে একটি ইউডি মামলা করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।