মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ার হারাগাছে শীতার্থ মানুষের মাঝে মাকু’র কম্বল বিতরণ

কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
কাউনিয়ার হারাগাছে মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(মাকু) এর আয়োজনে প্রধান কার্যালয় প্রাঙ্গনে গরীব ও দুস্থ সদস্যদের মাঝে গত সোমবার ১ডিসেম্বর বিকালে কম্বল বিতরণ করা হয়।
মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(মাকু)’র সভাপতি মোঃ আলীমুল রেজ্জা খান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা কাল্ব ব্যবস্থাপক মোঃ শামসুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সিঃ সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাকু’র সেক্রেটারী মোঃ আলী আজম, ট্রেজার মুসলিম উদ্দিন মোইন, ডাইরক্টর মুজিবর রহমান, সুলতান আহম্মেদ প্রমূখ। এসময় চরচতুরা, চরপল্লীমারী, চরধূমগারা, মায়াবাজার, মিয়াপাড়া এলাকার মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(মাকু) এর ২৫০জন দুস্থ ও গরীব সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।