কাউনিয়ার হারাগাছে স্বপ্নের একতা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন
কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের বকুলতলা বাজার থেকে পল্লীমারী একতা বাজার যাওয়ার রাস্তায় মরা তিস্তানদী উপর বাঁশের সাঁকোর স্থলে পাকা সেতু নির্মানের দীর্ঘদিনের দাবী স্বপ্নের একতা সেতু গত বুধবার ৩ডিসেম্বর বিকালে নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৫টি গ্রামের মানুষের স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে নদীর তীরবর্তী জনসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী, রংপুর আখতার হোসেন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মাজেদ আলী বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাষ্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আশরাফুল ইসলাম, আনসার আলী, শফিকুল ইসলাম সফি, রকিবুল ইসলাম পলাশ, আ’লীগের সহ সভাপতি ডাঃ মাহাফুজার রহমান বসুনিয়া, যুগ্ন সম্পাদক মোতাহার হোসেন ডালু প্রমূখ। স্বাধীনতার ৪৬বছর পর রংপুরের কাউনিয়ায় মরা তিন্তানদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ পাকা সেতু নির্মানের দরপত্র আহবান করে। ২কোটি ২৬লাখ ৩২হাজার ৭শত ২৫টাকা ব্যয়ে ৬০মিটার দৈর্ঘ্য ১৮ফিট প্রস্ত আরসিসি গার্ডার ব্রীজটি নির্মাণ করা হবে। সৈকত ইনট-আলমগীর জামান ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। উপজেলা প্রকৌশলী সফিউল আলম জানান, এক বছরের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করার কথা।