রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় সংগ্রাম ও অর্জন গৌরবময় পথ চলার বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা উপলক্ষে আনন্দ র‌্যালী করেছে সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ।

গত(২৩জুন)বুধবার বিকেলে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে একটি আনন্দ র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্টান্ড মুক্তিযোদ্ধা চত্বরে শেষ হয়।

পরে বালাপাড়া ইউনিয়ন আওয়ালীগের সভাপতি আনছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলদার আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সেলিম, প্রভাষক আব্দুল জলিল, যুগ্নসম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো: জমশের আলী, আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৌস মহসিন সরকার(হিরা), ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকারসহ আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।