কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টস্ এর বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়া উপজেলায় আরিফা ফুড প্রোডাক্টস্ এর বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৯ফেব্রুয়ারি)শুক্রবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে অবস্থিত আরিফা ফুড প্রোডাক্টস্ এর আয়োজনে নিজস্ব ফ্যক্টরিতে এ বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, অবসর প্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব সাঈদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার, প্রতিষ্ঠানটির জি এম জসিম উদ্দিনসহ অন্যান্য অতিথি বৃন্দ।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাদের মাঝে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।