মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(১৩এপ্রিল)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান, আশরাফুল ইসলাম, আনছার আলী, মোহাম্মদ হোসেন সরকার, শফিকুল ইসলাম শফি, রকিবুল হাসান পলাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় সভাপতি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।