কাউনিয়ায় উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত
এম এ হাবিব(তুষার),কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(১২ডিসেম্বর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ মাসিক সভা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান, মোহাম্মদ হোসেন সরকার, আশরাফুল ইসলাম, আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রকিবুল হাসান পলাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনজিৎ কুমার সরকার, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, প্রকৌশলী এলজিইডি সৈয়দ জায়েদ বিণ্ মাছুদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।