কাউনিয়ায় উপজেলা প্রেসক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভা
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :
রহমত নাজাত ও মাগফেরাতের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(১১মে)মঙ্গলবার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ও বাংলার চিত্র ডটকম এর সহযোগিতায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা প্রেসক্লাবের আহবায়ক আবেদ আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেটিভি নিউজ এর বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও বাংলার চিত্র ডটকম এর প্রকাশক ও সম্পাদক নিতাই রায়, প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক প্রভাষক কফিল উদ্দিন কানন, বাংলার চিত্র ডটকম এর নির্বাহী সম্পাদক আতিকুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা প্রতিনিধি এম এ হাবিব(তুষার) প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুধীবৃন্দ। ইফতার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।