মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় একই রাতে দুই বাড়িতে গরু চুরি

নিজস্ব সংবাদদাতা :
দীর্ঘদিন বন্ধ থাকার পর রংপুরের কাউনিয়ায় উপজেলায় একই রাতে দুই বাড়িতে দু’টি গরু চুরি হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে খামারীসহ সাধারন মানুষ।

জানাগেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নুরুজ্জামান মিস্ত্রী অনেক কষ্ট করে একটি ক্রোস জাতের গাভী লালন পালন করে আসছেন। গত(২৫মে)মঙ্গলবার গভীর রাতে বাড়ির সকলে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে সঙ্গবন্ধ চোর ঘরের ভিতরে প্রবেশ করে গাভীটি চুরি করে নিয়ে যায়। নুরুজ্জামানের একমাত্র গাভীটি চুরি যাওয়ায় তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। অপর দিকে একই রাতে ওই গ্রামের মশিয়ার মিয়ার শোয়ার ঘরে থাকা আরেকটি গরু চুরি করে নিয়ে যায় একটি সঙ্গবন্ধ চোরের দল। একই রাতে দু’টি গরু চুরি যাওয়ায় এলাকার খামারীরা চুরি আতংকে পড়েছেন।

অপর দিকে গত ১৮মে গভীর রাতে টেপামধুপুর বাজারের বাদশা মিয়ার ভুসির দোকান এবং সাইফুল ইসলামের পাটর্সের দোকানের উপরের টিন খুলে নগদ অর্থ চুরি করে নিয়ে যায় একদল চোর।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান গরু চুরি বিষয়ে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।