কাউনিয়ায় ওএমএস মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক :
খাদ্যশস্যেও বাজারমূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ করে নি¤œ আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজারদর স্থিতিশীল রাখার জন্য সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়া উপজেলা সদর ও হারাগাছ পৌরসভায় ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল খোলা বাজারে বিক্রয় শুরু হয়েছে।
আজ(১সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকালে উপজেলার বালাপাড়া বণিক সমবায় সমিতি পয়েন্টে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সোহেল আহমেদ, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, শিক্ষা অফিসার আব্দুর হামিদ সরকার, সমাজসেবা অফিসার সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বণিক সমিতির সম্পাদক সাইফুল আলম মুক্তা, সহ-সভাপতি গফুর আলী, পরিচালক আকবর আলী, নজরুল ইসলাম, মোহাম্মদ উল্ল্যাহ মুন, সদস্য মঞ্জুর আলম, শাহাজাহান মন্ডল প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ জানান, উপজেলার হারগাছ পৌরসভায় ৩টি ও উপজেলা সদরে ২টি পয়েন্টে ৫জন ডিলারের মাধ্যমে ডিলার প্রতি ২টন করে ৩০টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিজন সর্বোচ্চ ৫কেজি চাল ক্রয় করতে পারবে এবং টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে। এ কার্যক্রম রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে ৫দিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত অথবা বিক্রি শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে।