কাউনিয়ায় করোনা নিয়ে করনিয় আলোচনা সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে করনিয় আলোচনা সভা গত রবিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জেসমিন নাহার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রকিবুল হাসান পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন. থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষা অফিসার আঃ হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার প্রমূখ।
সভায় জানান হয় ৬৫ জন বিদেশ ফেরতের মধ্যে ১৩ জনকে কোয়ারেনটাইমে রাখা হয়েছে। কাউনিয়া মেডিকেলে ১০টি আইসোটিন ব্যাড রাখা হয়েছে কিন্তু কাউনিয়া মোডিকেলে করোনা পরীক্ষা করার কোন ইকুবমেন্ট নাই। হাট বাজার গুলোতে হাত ধোয়ার ব্যবস্থা,জনগনকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে সচেতন করার জন্য চেয়ারম্যানদের প্রতি আহবান জানান হয়। উপজেলা পরিষদ থেকে বিনামূল্যে মাক্স বিতরণ ও জনগনকে সচেতন করতে লিপলেট বিতরনের সিদ্ধান্ত হয়।