মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় করোনা ভাইরাসে মৃত ব্যাক্তির কাফন দাফন করার জন্য কমিটি গঠন

স্টাফ রিপোর্টার,কাউনিয়া :
রংপুরের কাউনিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রোমনে মৃত মুসলমান ব্যাক্তির কাফন, জনাযা ও দাফন সম্পন্ন করার জন্য কমিটি গঠন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগ এর পরিচালক মোঃ মহিউদ্দীন চৌধুরী এর ৩১ মার্চ স্বাক্ষরীত পত্রের মাধ্যেমে কাউনিয়া উপজেলা কাফন দাফন কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন মোঃ নজরুল ইসলাম, ইমাম নাজিরদহ জামে মসজিদ,মোবাইল নম্বর-০১৭০৭৪৫১৭৯৮, মোঃ মজিবুর রহমান, ইমাম সাধু জামে মসজিদ, মোবাইল নম্বর-০১৭৪৭২২৪১২৭,মোঃ মকবুল হোসেন, ধুমেরকুটি শাহবাজ জামে মসজিদ, মোবাইল নম্বর-০১৭৩৯৪৫০৮৪৯,মোঃ শফিকুল ইসলাম, ইমাম রাজিব জামে মসজিদ, মোবাইল নম্বর-০১৭৭৮১৫১৭৭৭, মোঃ শহিদুল ইসলাম, ইমাম মহেষা ঘুগরিটারী জামে মসজিদ, মোবাইল নম্বর-০১৭৪৭২৮১৩২৭।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম জানান, যদি এ রোগে কোন ব্যাক্তি মারা যান তবে তার সাথে অথবা ইমাম সাহেবদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে।