রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে আরিফা ফুড প্রোডাক্টস্ এর নানা উদ্যোগ

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি,
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সেচ্ছায় জনসংযোগ বিভিন্ন এলাকায় জীবানুনাশক পানি ছিটানোর কার্যক্রমসহ নানা উদ্যোগ শুরু করেছে বে-সরকারি একটি প্রতিষ্ঠান।

রংপুরের কাউনিয়া (২৭মার্চ)সন্ধ্যায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেচ্ছায় আরিফা ফুড প্রোডাক্টস্ এর অর্থায়নে কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি দল জনসংযোগ বিভিন্ন এলাকায় জীবানুনাশক পানি ছিটানোর কার্যক্রমসহ নানা উদ্যোগ শুরু করেছে আরিফা ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ। এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: উলফৎ আরা বেগম।

আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান জানান, করোনাভাইরাস সংক্রামন মোকাবেলায় উপজেলার বিভিন্ন এলাকায় জীবানুনাশক পানি ছিটানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াসিং, পরিচ্ছন্ন কর্মী নিয়োগসহ নানা মুখি কর্মসুচি শুরু করেছি। আশা রাখছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত এসব কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ বেতার, রংপুর এর উপস্থাপক, মোঃ মাহ্মুদুল হাসান পিন্টু আরিফা ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রমে অংশ গ্রহন করায় কৃতজ্ঞতা জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: উলফৎ আরা বেগম বলেন, উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সবাইকে ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও সহযোগিতার আহবান জানান। তিনি আরো বলেন আপনি সকলের সেবায় নিজ বাড়িতে থাকুন।

পরে সদর বাসস্টান চত্ত্বর, থানা চত্ত্বর, ইউনিয়ন কার্য্যালয় চত্ত্বর, তকিপল বাজার, সানাই মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জীবানু নাশক ওষুধ ছিটানো হয়।