কাউনিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাক এর নানা মুখি কর্মসুচি গ্রহন
স্টাফ রিপোর্টার,কাউনিয়া ঃ সরকারের পাশাপাশি বে-সরকারী প্রতিষ্ঠান ব্র্যাক করোনা ভাইরাস প্রতিরোধে কাউনিয়া উপজেলায় নানা মুখি কর্মসুচি গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জনসাধারনের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, নিজ কর্মস্থলসহ বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা, হাট বাজারে মানুষের মাঝে প্রচার-প্রচারনা, স্বাস্থ্য সেবিকাদের মাধ্যেমে বাড়ি বাড়ি গিয়ে মানুষ কে সচেতন করা ও রোগি সনাক্ত করে ডাক্তারের সাথে যুক্ত করে ব্যবস্থা গ্রহন, মাক্স ও হ্যান্ড গ্লোপস্ বিতরণ, ব্র্যাকের সকল কর্মকর্তা কর্মচারীদের মাক্স ও গ্লোপস্ পরিধান নিশ্চিত করণ সহ সরকারের সকল কর্মকান্ডে অংশ গ্রহন। কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার উপজেলার গুরুত্বপূর্ন হাট বাজার গুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এলাকা ব্যবস্থাপক (দাবী) ফররুখ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, এলাকা ব্যবস্থাপক (প্রগতী) মাহাবুব আলম, উপজেলা হিসাব ব্যবস্থাপক প্রমথ চন্দ্র,এরিয়া ম্যানেজার (এইচএনপিপি) জেসমিন সুলতানা, শাখা ব্যবস্থাপক (দাবী) মোঃ ইকবাল হোসেন, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ রমজান আলী, সিও (প্রগতী) মোত্তালেব হোসেন, শাখা হিসাব কর্মকর্তা তাজরুল ইসলাম প্রমূখ।