শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় কর্মসংস্থাপন অধিদপ্তরের প্রেস ব্রিফিং

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় বৈদেশিক কর্মসংস্থনের জন্য দক্ষতা ও সচেনতা বিষয়ক প্রেস ব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ(০২জানুয়ারি)বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও কর্মসংস্থাপন অধিদপ্তরের সহযোগিতায় বীরমুক্তিযোদ্ধ টিপু মুনশি হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: উলফৎ আরা বেগমের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, টিটিএস প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারি পরিচালক আমেনা পারভিন, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম, প্রেস ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম(রাজু), উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আবেদ আলী মন্ডল, যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাংবাদিক মিজানুর রহমান(মিজান), জহির রায়হান, জসিম সরকারসহ স্থানীয় গনমাধ্যমকর্মীবৃন্দ।