কাউনিয়ায় কাশফুল পরিষদ কর্র্তৃক এতিম পথশিশুদের মাঝে ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ঃ
রহমত নাজাত ও মাগফেরাতের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায় কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্র্তৃক এতিম পথশিশুদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
আজ(৬মে)বৃহস্পতিবার বিকালে কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে কাশফুল কার্যালয় চত্বরে এতিম পথশিশুদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেন কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি মাহমুদুল হাসান পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার নূরে আলম সিদ্দিকী সাজু সমাজ সেসবক ব্যবসায়ি মো. রমজান আলী সুমন, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবর হালিম, কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ সংগঠনের শিল্পী-কলাকুশলী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ২০০৬ইং সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে।