রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় গাঁজাসহ আটক-২

নিজস্ব সংবাদদাতা :

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

থানাসূত্রে জানা গেছে, গত(১৫অক্টোবর)শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদার রহমানের নেতৃতে এস আই রেজাউল আকন্দ ও এ এস আই আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হলদিবাড়ী আর-কে রোড পল্লীবিদ্যুৎ পাওয়ার হাউজের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় একটি ব্যাটারী চালিত ভ্যানে তল্লাশি চালালে প্লাস্টিকের ক্যারেট(খাচা)এর মধ্যে লাল পলিথিনে মোড়ানো সাড়ে ৩কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ফুলমতি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মুসা মিয়া(৩৫) এবং একই এলাকার মৃত বাসাত উল্ল্যার ছেলে এনামুল হক(৫২)কে আটক করা হয়।

আটকের বিষয়ে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ব্যাটারী চালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সাড়ে ৩কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন ২০১৮এর৩৬(১), সারণিক১৯(ক)/৩৮/৪১আইনে মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে।