কাউনিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে হারাগাছ থেকে দুই মাদক কারবারীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
গত(২৩জুন)বুধবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লীমারী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে আব্দুল মজিদ(৫০) ও একই গ্রামের মৃত শাহ আলমের ছেলে ছহির হোসেন ওরফে পেড্ডা(৫৫)কে ১কেজি ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটকের বিষয়ে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১কেজি ৫০গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে পরদিন বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে।