মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় চার্জার অটোর ও বাস সংঘর্ষ, আহত-১৫

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

কাউনিয়া উপজেলার জুম্মার পাড় নামক স্থানে আর-কে রোডে ৬(সেপ্টেম্বর) বুধবার সকালে বাস-চার্জার অটোর সংর্ঘষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের কাউনিয়া মেডিকেল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে উপজেলার মীরবাগ জুম্মাপাড় নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুর থেকে কুড়িগ্রাম গামী বাস ও অপর দিক থেকে আসা চার্জার অটোর সংর্ঘষ ঘটলে ১১ জন যাত্রী আহত হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আংশঙ্কা জনক। এদের মধ্যে রংপুর সদর উপজেলার উত্তর জানকী গ্রামের প্রিয়নাথ রায়ের পুত্র অমল রায় (২৫) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার শফিকুল ইসলামের পুত্র আলীম উদ্দিন (৭) কে কাউনিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। কাউনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার পর পরেই আহতের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তাদের নাম জানা জায়নি। কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।