রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা :
রংপুরের কাউনিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার(১লা জানুয়ারি ২০২১)বিকেলে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে বিদ্যালয় হলরুমে কেক কাটা ও আলোচনা সভা উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক এ্যাড. শাহীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন, জেলা জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাড. আমজাদ হোসেন, ইউনিয়ন জাপা’র সভাপতি মোঃ নুরুল ইসলাম, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামছুল হক দুলাল, সাধারণ সম্পাদক বদিয়ার রহমানসহ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।