কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে থানা পুলিশের লিফলেট বিতরণ
নিজস্ব সংবাদদাতা:
রংপুরের কাউনিয়ায় ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট পথচারী জনসাধারনের মাঝে বিতরণ ও নিজ বাড়ি এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সচেতন হওয়ার আহ্বান করেছে থানা পুলিশ।
১৩(আগস্ট)মঙ্গলবার কাউনিয়া থানা পুলিশের আয়োজনে ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্নগুরুত্বপূর্ণ স্থান, দোকান, বাজার ও পথচারীদের মাঝে ডেঙ্গু কি? এডিস মশা কোথায় জন্মায়, কখন কামড়ায়, ডেঙ্গু প্রতিরোধের উপায়, ডেঙ্গু জ্বরের লক্ষণ ডেঙ্গু হলে করনিয় কি? ডেঙ্গু প্রতিরোধ এ সকল তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় এ এস আই মো. আরিফুল ইসলাম বলেন, এডিস মশা ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, কলস, গাড়ীর পরিত্যক্ত টায়ার, কৌটা, নারিকেল বা ডাবের খোসা ইত্যাদিতে পানি জমতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে এবং বাড়ীর ভীতর, আশ-পাশ ও আঙ্গিনা পরিস্কার রাখা, রাতে বা যে কোন সময় মশারি ব্যবহার করা। এডিস মশা ধ্বংস এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য, সবাইকে আহবান জানাচ্ছি।