কাউনিয়ায় তিস্তা নদী তীরবর্তি এলাকা পরিদর্শন করলেন-উপজেলা চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়ায় উপজেলায় উজানের ঢলে সৃষ্ট বন্যায় তিস্তা নদীর তীরবর্তি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
আজ(২০এপ্রিল)বিকালে উপজেলার তিস্তা নদী তীরবর্তি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তিনি নৌকা যোগে উপজেলার বিভিন্ন গ্রামের তিস্তা নদী তীরবর্তি স্থান ঘুরে দেখেন এবং ভাঙ্গন কবলিত গ্রামের জনগনের সাথে কথা বলেন তিনি।
হুমকির মুখে বসতবাড়ী ফসলি জমি রক্ষায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নিতাই রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।