কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ দাশপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার রাতে এক হিন্দু পরিবারের বাড়ি ঘর ভাংচুররেরও লুটপাটের ঘটনা ঘটেছে।
অভিযোগে ও থানা সূত্রে জানাগেছে টেপামধুপুর ইউনিয়নের আজম খাঁ গ্রামের হারেছ এর পুত্র রেজাউল ইসলাম গত শনিবার মটর সাইকেলে ভাইয়ের হাট যাওয়ার পথে বিশ্বনাথ দাশপাড়া গ্রামের মনভোলা দাস এর পুত্র লালটু চন্দ্র দাস এর বাড়ির বেড়ায় লেগে রাস্থায় পড়ে যায়। এতে তার মটর সাইকেলের লুকিং গøাস ভেঙ্গে যায়। এ বিষয় নিয়ে লালটুর স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এই ঘটনা কে কেন্দ্র করে রেজাউল গং গত রবিবার রাতে লালটু চন্দ্রের বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ি ঘর ভাংচুর ও লুটতারাজ চালায়। লালটু জানায় আমি কোন অপরাধ করিনি অথচ আমার বাড়ি ঘর আসবাবপত্র ভাংচুর করে, ভ্যানগাড়ি, ২ভড়ি সোনার অলংকার, নগদ ৭০ হাজার টাকা রেজাউলের নেতৃত্বে প্রায় ১৫/১৬ জন দশ্যু প্রকৃতির লোক এসে সব নিয়ে চলে গেছে। এ ঘটনার পর কাউনিয়া থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছে। এব্যাপারে কাউনিয়া তানা ভাপ্রাপ্ত কর্মকর্তা জানান রেজাউল সহ অভিযুক্তদের ধরার জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টাও চালাচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে অসহায় পরিবারের উপর হামলায় সকলে নিন্দা জানিয়েছে।