মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক :


রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন করেছে কাউনিয়া থানা পুলিশ ।

রবিবার(৭মার্চ)বিকেলে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার(সি সার্কেল)মোঃ আরমান হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকতা মোছাঃ উলফৎ আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল, ইউপি চেযারম্যান সফিকুল ইসলাসহ অন্যান্য অতিথিবৃন্দ ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।