মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় দোকান চুরির মামলায় গ্রেফতার-২

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডে দোকান চুরির মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানাগেছে, গত(১৩জুলাই)মঙ্গলবার রাতে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুুমুর রহমানের নের্তৃত্বে উপজেলার মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডে শাহ আলমের মোবাইল ও কসমেটিকসের দোকান চুরির মামলায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যম বাসুদেবপুর গ্রামের মৃত সাইফৃল ইসলামের পুত্র ডালিম মিয়া(৩৬) ও পার্বতীপুর উপজেলার গুপ্তডাড়া গ্রামের মাহবীর রহমান সাব্বির(২০)দ্বয়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা চুরি যাওয়া ১টি ট্যাব, ১টি বাটন মোবাইল, ২টি রুপার আংটি, ২টি চেইন, ২টি হাতের খাড়– ও ১টি ব্রেসলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুুমুর রহমান জানান, গত ২জুলাই উপজেলার মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডে দোকান চুরির মামলায় দুই আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।