কাউনিয়ায় নবাগত ইউএনও’র সাথে পরিচিতি ও মতবিনিময় সভা
রংপুরের কাউনিয়া উপজেলায় নবাগত ইউএনও’র সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ই মে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হল রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারী কমিশনার(ভুমি) জেসমিন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতা, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত ইউএনও উপজেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।