কাউনিয়ায় নানা আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজেস্ব প্রতিনিধি:
রংপুরে কাউনিয়া উপজেলায় নানা কর্মসুচী পালনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচীর সুচনা করে উপজেলা আওয়ামী লীগ। দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতৃত্বে নেতা-কর্মীদের বণার্ঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে।
বিকেলে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কম্পানি কমান্ডার বীরমুক্তি যোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক এম এ হান্নান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোতাহার হোসেন ডালু, প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, আ’লীগ নেতা হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি, জেলা স্বেচ্ছাসেসবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: মাহ্মুদুল হাসান পিন্টু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন আ’লীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।