মঙ্গল. নভে. 12th, 2024

কাউনিয়ায় নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

নিজস্ব প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলায় নানা আয়োজনে সংগ্রাম, ঐতিহ্য গৌরব ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী কেক কাটা ও আলোচনা সভা করেছে ছাত্রলীগ।

আজ(০৪জানুয়ারি)মঙ্গলবার উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বণার্ঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ব সহ-সভাপতি মো: জামিল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলদার আলী, যুব মহিলালীগের সভাপতি মোছাঃ হাসনা পারভিন মুক্তি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবর হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: নূর আমিন লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বিপু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে কাটা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।