শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন

নিজস্ব প্রতিনিধি :


রংপুরের কাউনিয়া উপজেলায় ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ)ও ও জাতীয় শিশু দিবস দিনব্যাপি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হয়েছে।


বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে নানা কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলা বীর মুক্তিযোদ্ধা টিপু মুনিশ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা : উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, ওসি মাসুমুর রহমান প্রখুক। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।