রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

এম এ হাবিব(তুষার)কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীয় কর্মসূচির আলোকে দিনব্যাপি মহান বিজয় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও শহীদদের স্বরণে কাউনিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রদ্ধা জানাতে অংশ নেয়।

৯টায় আনুষ্ঠানিক ভাবে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ শান্তির পায়রা উড়িয়ে এর শুভ শুচনা হয়। কর্মসূচিতে অংশ নেয় কাউনিয়া থানা পুলিশ, আনছার ভিডিপি, স্কাউট দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

দুপুরে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবধনা হয়। সংবধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, মেয়র হাকিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হান্নান, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন, ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান, ক্রীড়া সংস্থা সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. দিলদার আলী, আওয়ামীলীগ নেতা প্রভাষক সরকার আবু ফেরদৌস(হিরা)।

আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।