কাউনিয়ায় নানা আয়োজনে শেষ হল নারী শিশু মেলা
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক দুইদিন ব্যাপি মেলা নানা আয়োজনে সমাপণী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গত(১৯নভেম্বর)উপজেলার বড়–য়াহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক মেলার সমাপণী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)রংপুর মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা আলমগীর কবীর, অধ্যক্ষ শা রেজাউল করিম, প্রধান শিক্ষক শাহ আওলাত হোসেন প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষর্থী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহনকারী স্টল, বিতর্ক প্রতিযোগিতা, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।