নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনছার আলীর সমর্থনে উঠান বৈঠক করা হয়েছে।
(২৪নভেম্বর) মঙ্গলবার রাতে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন হরিশ্বর সদর ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে রেলওয়ে কলোনীর মাঠে নির্বাচনী আলোচনা সভা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ এনামুল হক দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, প্রভাষক আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জমশের আলী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.দিলদার আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি ও জেলা যুবলীগ ফিরোজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবর হালিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাবেক যুগ্ন আহবায়ক নাজির হোসেন মিঠু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
আলোচনা সভায় আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনছার আলী আগামী ২৮নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে উপস্থিত এলাকাবাসীর কাছে ভোট ও সমর্থন কামনা করেন।