বুধ. সেপ্টে. 11th, 2024

কাউনিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র এ্যাডভোকেসী সভা

কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
“পরিকল্পিত পরিবার গড়ি,মাতৃ মৃত্যু রোধ করি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পঃপঃ কর্মকর্তা সিহাব উদ্দিন শেখ এর সভাপতিত্বে গত বৃহস্পতিবার ২৮ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ’র এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যাম্ব প্রতিনিধি মঞ্জুআরা বেগম, স্বাস্থ্য পরিদর্শক প্রিয়তোষ ভট্রাচার্য, পঃপঃ পরিদর্শক এনামুল হক প্রমূখ। সভার সভাপতি আগামী ৩০ডিসেম্বর থেকে ৪জানুয়ারী’২০১৮ সেবা সপ্তাহে উপজেলার সকল গর্ভবতী মা ও কিশোর-কিশোরী যেন সেবা গ্রহন করতে পারে সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলে সার্বিক সহযোগিতা কামনা করেন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।