রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ীর পিছনে খালের পানিতে ডুবে গিয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


আজ(৭অক্টোবর) সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সদর বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মো. জাহেদুল ইসলামের একমাত্র দুই বছরের শিশু পুত্র মো. আজমাইন আহনাব(মাহিন) নামে পানিতে পড়ে মারা গেছে।


শিশুটির চাচা মো. আসাদুজ্জামান জানান, সকাল ৮টার দিকে শিশু মাহিন ঘুম থেকে উঠে ঘর থেকে বাহির হয়। এ সময় মাহিন বাড়ির সবার দৃষ্টির অগোচরে হারিয়ে যায়। খোঁজাখুঁিজর একপর্যায়ে বাড়ীর পিছনের খালের পানিতে শিশু মাহিন পানিতে ভেসে আছে। পরে পানি থেকে উদ্ধার করে দেখেন শিশুটি মারা গেছে। তিনি আরো জানান, শিশু মাহিন যখন তার মায়ের পেটে ৫মাসেরমত বয়স তখন মাহিনের বাবা সৌদি আরব চলে যায়।

শিশুটির মৃত্যুতে এলাকার বিভিন্ন স্তরের মানুষ রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।