মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

নিজস্ব প্রতিনিধি : ১৯৭১সালের ১৪ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের উপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন তারপর নারকীয় হত্যাকান্ড। ১৯৭১সালের ১৪ডিসেম্বর এর হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় সশ্রদ্ধ পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস, স্বরণ করা হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

দিনটির সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়’স্থ কেন্দ্রিয় স্মৃতিস্তম্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পূষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা শেষে বুদ্ধিজীবী দিবসে বীর শহীদদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, আনসার ভিডিপি’র এআই মনিরুজ্জামান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তা কর্মচারীসহ ১৬ডিসেম্বরে কুচকাওয়াজে অংশগ্রহনকারী বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট ও শিক্ষকবৃন্দ। পরে শহীদদের আত্ত¦ার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।