কাউনিয়ায় প্রথমবারের মতো এসএস অটো গ্যাস স্টেশনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রথমবারের মত চলাচলরত ক্ষুদ্র যানবাহনের চালক ও জনসাধারণের আর্থিক সাশ্রয় এবং যানবাহনে জ্বালানী সরবাহের লক্ষে এস এস অটো গ্যাস ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২২নভেম্বর)দুপুরে রংপুর-লালমনিরহাট মহাসড়কের পাশে সাব্দী ভুতছাড়া গ্রামে মেসার্স এসএস অটো গ্যাস ফিলিং স্টেশনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া।
উদ্বোধনী আলোচনা সভা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, যমুনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহাবুবুল করিম, উপজেলা আয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, আলহাজ্ব আশরাফুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, নেতা জামিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক জানায়, এই গ্যাস ব্যবহার করতে গাড়ি কনভারশন করতে হবে। গাড়ি কনভারশন করতে যে খরচ হবে তার ৫০%টাকা কিস্তি হারে পরিশোধ করার সুযোগ দেওয়া হবে।
রংপুর বাসীর দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে যাত্রা শুরু হলো এস এস অটো গ্যাসের। এর আগে রংপরে গ্যাসের ব্যবস্থা না থাকায় দীর্ঘ কয়েকবছর যাবৎ বগুড়া থেকে গ্যাস সংগ্রহ করতে হতো। প্রথমবারের মত রংপুর শহরের কাউনিয়াতে এস এস অটো গ্যাস ফিলিং স্টেশনের উদ্বোধন হওয়ার এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হবে এবং এর মাধ্যামে এলাকার ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আসবে বলে মনে করেন এলাকার অভিজ্ঞমহল।