কাউনিয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক দুর্যোগ সহনীয় বাসগৃহ ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
রংপুরের কাউনিয়া উপজেলায় হতদরিদ্র পরিবারের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান কাজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ডিজিটাল পদ্ধতিতে বাসগৃহ নির্মান প্রকল্পের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় রবিবার(১৩অক্টোবর)উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বণাঢ্য র্যালী প্রদক্ষিন শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মো: সেলিমুর রহমান, ইউপি সচিব মো. আকরাম হোসেন, ইউপি সদস্য এসএম পলাশ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুর্ধীবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানাগেছে, ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার/রক্ষণাবেক্ষ(কাবিটা/টিআর) কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে ৮৭লক্ষ ৯০হাজার ৫৪ টাকা ব্যয়ে ৩৪টি বাড়ী নিমাণ করা হয়।
অনুষ্ঠান শেষে হতদরিদ্র পরিবারের হাতে দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবি তুলে দেওয়া হয়।