মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু কন্যা মানবতার মা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায় কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ(২৮সেপ্টেম্বর)বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দিলদার আলী, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক জাহাঙ্গীর আলম জুয়েল, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবর হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুবাশ শীল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল হক স্বপন, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিমুল (হীরা) ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।