

নিজস্ব প্রতিবেদক


রংপুরের কাউনিয়া উপজেলার ঐতিহ্যবাহী নিজদর্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজারো মানুষ গড়ার কারিগর এম.এ মফিজ উদ্দিন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন।
আজ(১৩জানুয়ারি)বৃহস্পতিবার দুপুরে নিজদর্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তার সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ সামছুল আলম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর ছালাম, মোঃ নাজমুল হুদা, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ডা: তমিজুল ইনলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা শেষে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এম.এ মফিজ উদ্দিনকে উপহার ও সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।