বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় ফেনন্সিডিলসহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় উপজেলায় নারীসহ তিন মাদক কারবারিকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

থানা পুলিশ জানায়, গত(২১ফেব্রয়ারী) রাত আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হলদীবাড়ি রেলগেইট মোস্তফার পানের দোকানের সামনে লালমনিরহাট বুড়িমারী থেকে ঢাকা গামী বরকত ট্রাভেলস কোচ তল্লাশী চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং নারীসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর নবুপাড়া, শাখাতী গ্রামের শ্রী অনন্ত কুমার রায়ের পুত্র শ্রী রতন কুমার রায় (৩০), একই এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ নজমুল হক (২২), উত্তর জাওরাণী গ্রামের আব্দুল্লাহ হেল বাকির স্ত্রী মোছাঃ ইসমোতারা খাতুন (৩০)।

আটকের বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুুমুর রহমান জানান, বাসের ভিতরে গলিতে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে স্কুল ব্যাগে রক্ষিত ফেন্সিডিল পরস্পর যোগসাজসে ঢাকায় নিয়ে যাইতেছিল। তল্লাশিকালে যাত্রীবেশে থাকা নারীসহ তিন জনকে ১২০বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।