রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

গত(১৯জুন)শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই ওসমান গনির নেতৃত্বে রাজেন্দ্র বাজারে আমিনুল ইসলাম এর দোকানের সামনে কুড়িগ্রাম থেকে ঢাকা গামী ফাহমিদা হক পরিবহন(যাহার নম্বর ঢাকা মেট্রো ব-১৪-৬৮৫১ )তলাশিকালে যাত্রীবেশে থাকা দুই জনকে ৫০বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের সবুর আলীর পুত্র জামিরুল ইসলাম(৩২) ও নড়াইল জেলার কালিয়া থানার কাঠহাদুরা গ্রামের মৃত আলোক মল্লিকের মেয়ে নাছিমা বেগম(৫০)কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকের বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুুমুর রহমান মাসুম জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।