মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় বই বিতরণ উৎসব দিবস’১৮ অনুষ্ঠিত

কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মত ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই শ্লোগানকে সামনে রেখে গত সোমবার ১জানুয়ারী রংপুরের কাউনিয়া উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মূখোর পরিবেশে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় ও কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল হাসান, প্রধান শিক্ষক মোছাঃ আশফিকা বুলবুল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আব্দুল জলিল, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, এ্যাড. জাহাঙ্গীর হাসান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।