কাউনিয়ায় বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’১৮ পালন


কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’১৮ এর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভায় কৃষি অফিসার সাইফুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, সাবেক কমান্ডার আজিজুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুসা আহম্মাদ, উপাধ্যক্ষ কাজল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসিন হীরা, ছাত্রলীগ সিঃ সহ-সভাপতি জামিল হোসাইন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।