রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ।


আজ(৭ডিসেম্বর)সোমবার দুপুরে বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস স্মরণী চত্বরে সমবেত হয়।


প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল, যুগ্নসম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ লাকু, যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ হাসনা পারভিন মুক্তি, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সভাপতি প্রভাষক প্রকাশ চন্দ্র বর্মন, মো.আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবর হালিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সকল সাংগঠনিক সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা জাতির পিতার ভাস্কর্য অবমাননার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।