কাউনিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার রংপুর :
রংপুরের কাউনিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারাল স্থাপনের জায়গা পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী।
গত(২১নভেম্বর)শনিবার সকালে উপজেলার তিস্তা ব্রীজ এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারাল স্থাপনের জায়গা পরিদর্শণ করেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি।
পরিদর্শনকালে বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারি কমিশনার(ভুমি)রাকিবুর জ্জামান, প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে দুপুরে কাউনিয়া মহিলা কলেজ হলরুমে বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার কার্যকরী কমিটির আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ হান্নানের সঞ্চালনায় বক্তব্য প্রধান অতিথি হিসাবে রাখেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাজেদ আলী বাবুল, মেয়র হাকিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম সেলিম, প্রভাষক আব্দুর জলিল, যুগ্নসম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জাহাঙ্গীর হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।