কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়া উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(৩১মে)বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ-১৭)খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি প্রভাষক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনছারআলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, ওসি(তদন্ত)সেলিমুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলায় শহীদবাগ ইউনিয়ন পরিষদকে হারিয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।