বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় বঙ্গবন্ধ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কাউনিয়া(রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

(৮সেপ্টেম্বর)রবিবার দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, প্রধান শিক্ষক আইযুব আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুধীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়ন বনাম কূর্শা ইউনিয়ন অংশ গ্রহন করে।

জানাগেছে, খেলায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭টি দল ৪টি গ্রুপে পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।